সত্যবার্তা ডেস্ক:
নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। এসপি লিটন কুমার সাহা দীর্ঘদিন যাবৎ সততা,ন্যায়, নিষ্ঠা ও সাহসীকতার সাথে নাটোর জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই পদোন্নতিতে ইতিমধ্যে নাটোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।