আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ: শ্বাশুড়ী খালাস!

সত্যবার্তা ডেস্ক :

 জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামী জুয়েলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

 

 

মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জেলার ক্ষেতলাল উপজেলার রসুলপুর দাহারপুকুর আদর্শ গ্রামের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী জুয়েলের বিরুদ্ধে।

 

এ ঘটনায় ২৪শে জুলাই নিহতের বোন বাদী হয়ে ক্ষেতলাল থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির নামে মামলা করেন।

তদন্ত শেষে ২০০৭ সালের  ৩১শে অক্টোবর তিন জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

 

দীর্ঘ শুনানি শেষে আজ জুয়েলকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর-শাশুড়িকে খালাসের রায় দেন আদালত।

 

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর