আলিফ বিন রেজা :
সিংড়া উপজেলা প্রতিনিধি :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপপ্রচারের কারণে আওয়ামী লীগকে বার বার ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। কারণ অতীতে আওয়ামী লীগ নিয়ে অপপ্রচার চলেছে।
তিনি বলেন, বলা হয়েছে নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। অথচ গত প্রায় ১৫ বছরে দেশব্যাপী শুধু উন্নয়ন আর উন্নয়ন হয়েছে। গ্রামগুলো শহরের সুবিধা ভোগ করছে। যা অতীতে কোনো সরকার করতে পারেনি।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার মহিষমারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন পলক।
চামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, চামারি ইউনিয়ন আওয়ামী সভাপতি লীগের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোমিন মন্ডল প্রমুখ।
জুনাইদ আহমেদ পলক বলেন, আজকে যারা গণতন্ত্রের নামে ঢাকায় আন্দোলন করে, ভোটের অধিকারের নামে অগ্নিসন্ত্রাস করে তাদের নেতা নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে সামরিক পোশাক পরে জোর করে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান। এমনকি বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না মর্মে কালো আইন করেছিল। ১৯৭৯ সালে ভোট কারচুপি করে বাংলাদেশে জোর করে বিএনপি ক্ষমতায় গিয়েছিল।
পলক বলেন, বঙ্গবন্ধু বলতেন শুধু ঢাকার উন্নয়ন হলেই হবে না। বাংলাদেশের হাজার হাজার গ্রামের উন্নয়ন হলেই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করে বাংলাদেশের প্রতিটি গ্রামকে একেকটি আদর্শ, ডিজিটাল গ্রামে পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা।
পলক বলেন, ছেলে-মেয়েদের নামে জমি লিখে দেওয়ার পরেও অনেক সময় তারা বাবা মায়ের খোঁজ নেয় না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তাদের কথা ভুলে যাননি। তিনি সবার খোঁজ রাখেন। গৃহহীন, ঠিকানা বিহীনদের ঘরের ব্যবস্থা করতে হবে, সেই খবরও জননেত্রী শেখ হাসিনা রাখেন। সিংড়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার ৪০০ গৃহহীন পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।
এসময় জুনাইদ আহমেদ পলক জনতার উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা এই উন্নয়ন, সেবা এবং সুশাসনের পক্ষে আসন্ন নির্বাচনে একটি করে ভোট নৌকা মার্কায় দেবেন।