সত্যবার্তা ডেস্ক :
অদ্য ২৮ শে ফেব্রুয়ারী ২০২৩ এ নাটোরের দিঘাপতিয়া এমকে (অনার্স) কলেজের আয়োজনে শাহ মোঃ আব্দুল লতিফ এর সভাপত্বিতে দিঘাপতিয়া এমকে (অনার্স ) কলেজের শিক্ষক মিলানায়তনে “জনাব সালমা আক্তার “ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ,মনোবিজ্ঞান বিভাগ মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠান বেলা ১১.০০টায় শুরু হয়ে চলে বিকাল ৩.০০ টা পর্যন্ত । উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল , মাননীয় জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ মহাদোয়ের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত অধ্যাক্ষ জনাব মোঃ আব্দুর রাজ্জাক ,কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন , দাতা সদ্স্য জনাব মোঃ আব্দুস সোবাহান সরদার । গর্ভানিং বডির সদস্য জনাব মোঃ আঃ মালেক , মোঃ জাহাঙ্গীর আলম সহ আরোও অনেকে ।
বিদায়ী অনুষ্ঠানে মনোবিজ্ঞানী সালমা আক্তার তার বর্নাঢ্য কর্মজীবনের বর্ণনা প্রদান করেন । অত্র প্রতিষ্ঠানে কাজ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন । দীর্ঘ কর্ম জীবনের কর্ম ক্ষেত্রে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি আবেক আপ্লুত হয়ে পরেন । পরিশেষে তিনি সকল সহকর্মীদের কাছে ক্ষমা চেয়ে সবার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু এবং সকলের মঙ্গল কামনা করেন ।
পরে বিদায়ী মনোবিজ্ঞানী সালমা আক্তার কে ক্রেস প্রদান করেন , বিদায়ী শুভেচ্ছা প্রদান করেন এবং তার সহকর্মীগণ তাকে বিদায়ী উপহার প্রদান করেন ।