উপজেলা প্রতিনিধি:
আলিফ বিন রেজা:
নাটোরের সিংড়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি ও অবৈধ সার মজুত করায় তিন খুচরা সার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১২ টার দিকে উপজেলার সাতারদিঘি ইউনিয়নের সতরবাড়িয়া ও কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাতারবাড়ি বাজার ও কালিগঞ্জ বাজারের দোকানিরা সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি ও অবৈধ ভাবে সার মজুত করছিলেন। এছাড়া বিক্রি করা সারের মেমো ক্রেতাকে দিতেন না এবং সারের দোকানে মূল্য তালিকাও ছিল না। পরে স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে সাতার বাড়িয়া বাজার ও কালিগঞ্জ বাজারের সারের দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে সাতারবাড়িয়া বাজারে মেসার্স শাকিলা ট্রেডার্সে ও কালিগঞ্জ বাজারের মেসার্স কৃষি বিতান ও সোহেল রানার দোকানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করা হবে।