সত্যবার্তা ডেস্ক :
নাটোর সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল তার নির্বাচনী এলাকার অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। শুক্রবার ( ০৮ জুলাই), ১২ টায় এমপি শিমুল তার নিজ বাসভবনে ৯১ জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে এমপি শিমুল সহ আরো উপস্থিতি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম,দপ্তর সম্পাদক, দিলীপ কুমার দাস, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, সাবেক কাউন্সিলর মোস্তারুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, সৈনিক লীগ সভাপতি আমিরুল ইসলাম জনি, সাবেক ছাত্রনেতা মাসুম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলন।