আজ- মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ১৭ বছর পর প্রধান অভিযুক্ত আটক।

সত্য বার্তা ডেস্ক :

দীর্ঘ ১৭ বছর থেকে পলাতক ০৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ কুদ্দুস কে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ০৫/১০/২০২৩ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‍্যাব-১ এর সার্বিক সহযোগিতায়। বাগাতিপাড়ায় ০৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী মোঃ আঃ কুদ্দুস (৩৯), পিতা- সাহেব আলী, সাং- খাটখৈইর, থানা- বাগাতিপাড়া, জেলা- নাটোর কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায় যে, ২০০৬ সালের ২০ জুন আসামী আঃ কুদ্দুস একই এলাকার ০৮ বছরের একটি শিশুকে বাদাম খায়ানোর লোভ দেখিয়ে আখ ক্ষেতে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে এবং ভিকটিম শিশুটি পরবর্তীতে যেন কাউকে বলতে না পারে এই কারণে শিশুটি কে হত্যা করে। দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আঃ কুদ্দুস এর। অবশেষে র‍্যাবের হাতে আটক হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ কুদ্দুস।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর