আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

আ’লীগে জীবন উৎসর্গ করলেন নেতা সুশিল !

সত্যবার্তা ডেস্ক :

আ’লীগে জীবন উৎসর্গ করলেন নাটোরের এক আ’লীগ নেতা। তার নাম সুশীল চন্দ্র সাহা (৬০)। তিনি নাটোর সদর উপজেলার ধরাইল এলাকার বাসিন্দা ও ৩নং দিঘাপতিয়া ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ওই এলাকার সাবেক মেম্বর ছিলেন । আজীবন আ’লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। রবিবার বিকালে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়।

 

 

দিঘাপতিয়া ইউনিয়ন আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন,যুবলীগ নেতা রাজিব জানান,জেলা আ’লীগের পাঠানো ১০ টি গাড়িতে  রাজশাহী জনসভায় যান ইউনিয়ন আ’লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ওই নেতাকর্মীদের একত্রিত করাসহ যাবতীয় দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করেন সুশীল চন্দ্র সাহা। 

গত কয়েকদিনের পরীশ্রম শেষে রবিবার ভোরে না খেয়েই বাড়ি থেকে বের হন। দুপুরে সমাবেশ স্থলে পৌছে অন্যদের সাথে তিনিও কিছুটা খিচুরী খান। এরপরই তিনি সমস্যা অনুভব করায় তাকে রাজশাহী ইসলামি হাসপাতালে ভর্তি করলে জানা যায়,তিনি হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছেন। ডাক্তাররা তাকে আই সি ইউ তে চিকিৎসা দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

 

নাটোর জেলা আওয়ালীগ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার