সত্যবার্তা ডেস্ক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখড়ীপাড়া গ্রামের মোঃ রমজান আলী প্রাং এর ছেলে মোঃ আরিফুল ইসলাম , পড়ালেখা করে কোন ভাল কাজ না পাওয়ায় তিনি নিজ উদ্যেগে প্রথমে ছাগল পালন শুরু করেন। হয়ে উঠেন একজন খামাড়ী। তাহার খামরে পালিত ছাগল আশেপাশের হাটে বাজারে ক্রয় বিক্রয় করেন। ছাগল ক্রয় বিক্রয় ও পালনের মাধ্যমে তিনি বর্তমানে একজন সফল ছাগল ব্যবসায়ী ও উদ্যোক্তা।
বর্তমানে মোঃ আরিফুল ইসলামের খামারে ৪০ থেকে ৪৫ টি বিভিন্ন জাতের ছাগল রয়েছে। নাটোর জেলার নলডাঙ্গার শাখাড়ীপাড়া মূলত একটি ছাগল ব্যবসায়ী গ্রাম। এ গ্রামের প্রায় ৮৫ ভাগ লোক কৃষি এবং ছাগল পালন ও ছাগল ব্যবসায় জড়িত । খামাড়ী ও ছাগল ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম বলেন, আমাদের এ কৃষি ভিত্তিক পেশাকে বানিজ্যিক ভাবে পরিচালিত করতে সরকার সহ সংশ্লিষ্ট দের প্রতি আহবান করেন।
তিনি আরও আশা করেন সরকারি ভাবে স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ সহ স্বল্প সুদে ছাগল খামড়ীদের ঋণ প্রদান করবেন এবং এ ব্যবসা ও ছাগল পালন সঠিকভাবে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বললে তাহাড়া “দৈনিক সত্যবার্তা “কে বলেন, নলডাঙ্গা উপজেলার শাখাড়ীপাড়া গ্রামে অনেক ছোট বড় অনেক ছাগল খামার বিদ্যমান। সরকারি ভাবে অনেক পরিকল্পনা রয়েছে। খামাড়ীদের সাথে মাঠ আলোচনা করে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ।