আজ- শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

একুশে টেলিভিশন ২৩ বছরে পর্দাপণ !

সত্যবার্তা ডেস্ক :

 

২৩তম বছরে পা রাখলো একুশে টেলিভিশন ।  একুশে টেলিভিশনের  ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা দেশ ব্যাপি নানা কর্মসূচি পাল করতেছে ।তারই ধারাবাহিকতায় অদ্য সকাল 10.00 টায় নাটোরের দিঘাপতিয়ায় বালিকা শিশু সদনে একুশে টেলিভিশনের ২৩তম অনুষ্ঠান উযাপন করনে । একুশে দর্শক ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন একুশে দর্শক ফোরামের সভাপতি মোঃ আঃ রাজ্জাক ( সদ্য অবসর প্রাপ্ত ) অধ্যাক্ষ দিঘাপতিয়া এম কে কলেজ নাটোর ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন .নাটোরের সুযোগ্য জেলা প্রসাশক শামীম  আহম্মেদ মহাদোয় ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিটন কুমার সাহা বিপিএম ,পিপিএম বার পুলিশ সুপার নাটোর মহাদোয় । উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন , গণমানুষের ডাঃ নামে খ্যাত ডাঃ মোঃ আবুল কালাম আজাদ স্যার , সম্প্রিতি বাংলাদেশের সভাপতি ও সাবেক লাঠি বাশির সভাপতি আব্দুস সালাম সহ আরোও সুশিল ওশিক্ষিত সমাজের বক্তি বর্গ গণ ।

উক্ত অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সকল মুসলিম উ্ম্মার জন্য দোয়া করা হয় । পরে শ্রেষ্ঠ হামনাত এ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেণ উপস্থিত অতিথিবৃন্দ গণ ।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর