সত্য বার্তা ডেস্ক :
পাবনা জেলার সদর থানাধীন রানী গ্রামস্থ নামক এলাকায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময়, ওয়ান শুটারগান অস্ত্রসহ আসামী ১| মোঃ মিরাজুল ইসলাম (২২), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- মজিদপুর (হাটপাড়া), ২| মোঃ আব্দুল আউয়াল (২০), পিতা- মোঃ মোজাহার মোল্লা, সাং- নারায়নপুর (দক্ষিণপাড়া), দুইজনের থানা ও জেলা পাবনা কে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তাঁরা পরস্পর যোগসাজশে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে জব্দকৃত আলামত ওয়ান শুটারগান (অস্ত্র) নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করে।