মোঃ আনিসুর রহমান
বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি:
বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের কাজীপাড়া আহম্নদীয়া দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অত্র স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে কাজীপাড়া আহম্নদীয়া মাদ্রাসার পক্ষ থেকে । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সফল জনপ্রিয় ও জনবান্ধন চেয়ারম্যান,ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো মাহাবুর ইসলাম মিঠু, এ সময় চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় মোঃ মাহাবুর ইসলাম মিঠু বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
পড়ালেখা শেষ করে কেউ ডাক্তার,ইন্জিনিয়ার, শিক্ষক, উকিল,ব্যবসায়ী,আবার কেউ রাজনৈতিক নেতা হয়ে দেশ পরিচালনা করবে। তার জন্য তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি দোয়া রইল আল্লাহর রহমতে তোমরা উচ্চ শিক্ষিত হয়ে দেশের হাল ধরবে ও পিতামাতার মুখ উজ্জ্বল করবে। তোমাদের সকলের বাবা-মা গর্ব করে যেন বলতে পারে আমার ছেলে মেয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়েছে সেই দিকে লক্ষ্য নিয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা কর।