সিংড়া উপজেলা প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শ্রীকোল (বুড়ী কদমা) গ্রামের বকুল মিয়া, গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন।
জানা যায়, গত ০৮ জানুয়ারী (রবিবার) দিবাগত রাতে কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামে কৃষক মিজু মিয়ার বাড়িতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বকুল মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
০৯ জানুয়ারী (সোমবার) দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত বকুল মিয়া নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শ্রীকোল (বুড়ী কদমা) গ্রামের আহম্মদ আলীর ছেলে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, গরু চোর সন্দেহে এলাকাবাসী ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়, পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে সে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।