আজ- রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেছেন সরকার-প্রতিমন্ত্রী পলক।

সিংড়া (নাটোর)সংবাদদাতা:

আলিফ বিন রেজা :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত সরকারের সময় সারের জন্য ২১ জন কৃষককে জীবন দিতে হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেছেন সরকার। সিংড়া উপজেলার ৬২ হাজার কৃষক পরিবার রয়েছে। তাদের বিনামূল্যে ব্যাংক একাউন্ট খুলে দিয়েছেন। বিনামূল্যে সার দিয়েছেন। বিদ্যুৎ দিয়েছেন। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। গ্রামের জীবন যাত্রা উন্নতি ঘটেছে। গ্রাম কে উন্নয়নের কেন্দ্র বিন্দুতে পরিনত করেছেন। আমাদের সম্পদ কম হলেও জনশক্তি আমাদের সম্পদে পরিনত হয়েছে। কৃষকদের রক্ত, ঘামের বিনিময়ে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ রোল মডেল।

 

পলক এমপি আরো বলেন, আগে একটা জমির পর্চা নিতে কৃষকদের কত ঘুরতে হয়েছে। এখন অনলাইনে আবেদন করে কৃষকরা জমির কাগজপত্র পাচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টারে মানুষ সেবা পাচ্ছে। ২০০ ডিজিটাল সেবা মানুষ অনলাইনে পাচ্ছে। কৃষকদের ঘরে ঘরে সার পৌছানোর ব্যবস্থা করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট সেবা গ্রামের মানুষ সহজে পেয়েছে। চলনবিলের মানুষ আগে উপজেলা সদরে আসতে ৩/৪ ঘন্টা লাগতো এখন ১৫/২০ মিনিটে আসতে পারে। ১৩৬ কিলোমিটার খাল খননে চলনবিলে কৃষকদের অনেক উন্নয়ন ঘটেছে।

 

পলক আরো বলেন, করোনা কালিন সময়ে কৃষকদের পাশে সরকার, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী পাশে ছিলেন। তারা শ্রমিক সংকটে ধান কেটে দিয়েছেন। চলনবিলের কৃষকদের ৭০ শতাংশ কৃষি ভর্তূকির ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ইচ্ছে আছে জন্য উপায় বের করি। সিংড়া উপজেলার ৫ লক্ষ মানুষ কৃষিতে সম্পৃক্ত। কৃষিতে যান্ত্রিক-করণের কারনে কৃষকরা অনেক সুবিধা ভোগ করছে।

 

কৃষকদের ছেলে মেয়েরা এখন দেশের জন্যকাজ করছে। ফ্রিল্যান্সিং করছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে সকল ক্ষেত্রে দুর্নীতি, হয়রানী কমেছে। সরকার এখন স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলছে। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

 

প্রতিমন্ত্রী পলক শুক্রবার সকাল ১০ টায় উপজেলা কৃষি হলরুমে কৃষকদের মাঝে কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর