
সত্যবার্তা ডেস্ক :
আদালত খালেদা জিয়াকে নির্বাচন করতে দিলে, আওয়ামী লীগের কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে নিষিদ্ধ বা বিতাড়িত করেছে বিএনপিই। তার অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাদের উদ্দেশ্য ভালো নয়।
খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হলো এই প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তারেক ও খালেদা জিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চান দলটির নেতারাই।
এ সময় বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ নয়, বিএনপির জামানতই বাজেয়াপ্ত হবে।