সত্যবার্তা ডেস্ক :
খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) গণধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস বলেন, শনিবার সকালে
গণধর্ষণের ঘটনায় কামরুল, জীবন, সুমন ও আলা নামে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষিতা নিজে। এর মধ্যে কামরুলকে গ্রেফতার করা হয়েছেজানা গেছে, শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন ৫ জন লোক জোর করে তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে
রেখে স্ত্রীকে ধর্ষণ করে।খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো: আবু জাফর বলেন, গণধর্ষণের শিকার ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চার জনের নামে মামলা করেছেন ওই নারী নিজেই।
আরও পড়ুন= চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৭ মার্চ রাজধানীর ৩২, তোপখানা রোডস্থ সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।শিশু-কিশোর প্রতিযোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো ভবন মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান হল সাজানো হয় রঙ-বেঙের বেলুন দিয়ে। জাতীয় শিশু দিবসে একটি শিশুর জম্মদিনের মতো হইচই করেই বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
করা হয়। ছবি এঁকে শিশুরা পেয়েছে পুরস্কার। অংশগ্রহণকারী সব প্রতিযোগীকেই দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার, নানান উপহার এবং বেঙ্গল বিস্কুটের সৌজন্যে বিস্কুট।প্রধানঅতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নওফেল প্রতিযোগী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ‘ছোট্ট শিশু মনিরা আজকে যাঁর জন্মদিনে এখানে এসেছ, চিত্রাঙ্কনকরেছ; তিনি আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা অনেক বড় হবে। বাড়ির ভেতরে শুধু বই নিয়ে পড়ে থাকবে না, ছাদে গিয়ে আকাশ দেখো। আকাশের মতো বিশাল হওয়ার চেষ্টা করবে