সত্যবার্তা ডেস্ক :
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকালে শুরু হওয়া বৈঠকটি এখনও চলছে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে শূন্য হয় গাইবান্ধা-৫ আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন।
সাঘাটা-ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই আসনের উপনির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন।