সত্যবার্তা ডেস্ক:
নাটোর জেলার গুরুদাসপুর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতকাল (সোমবার) দুপুর আনুমানিক ২ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
গুরুদাসপুর থানার মামলা নং-০৩/১৩২, তারিখ- ০৬ জুলাই, ২০১৮, জিআর-১৩২/১৮ (গুরুদাসপুর) ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯ (১) টেবিল ৯ (ক) এর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ১| মোঃ হাসান আলী (৪৮) পিতা- মোঃ আরশেদ আলী, সাং- চাঁচকৈড় গারিসাপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা নাটোর কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান আলী একটি মাদক মামলার বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। তাকে গতকাল র্যাব নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।