মোঃ তানভির রহমান
গুরুদাসপুর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে বড় ভাইয়ের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা ও ছোট ভাই। শনিবার (১৮ জুন) বিকেল ৫ টার সময় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় ভুক্তভোগী মোঃ শাকিল আহমেদের শশুর বাড়ি তে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোঃ শাকিল আহমেদের মা বলেন, নাজিরপুর বাজার পাড়ায় তাদের বাড়ি মৃত আব্দুস সাত্তারের স্ত্রী তিনি। মৃত্যুর আগে দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। বেশ কিছুদিন যাবত, বড় ছেলে কবির আলী, ছোট ছেলে শাকিল আহমেদ এবং তাকে বাসায় মেনে নিতে পারছেন না এমন কি বিভিন্ন সময় বাসায় গালিগালাজ ও মারপিট ও করে থাকেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান কে বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য একটি মৌখিক অভিযোগ দেন তিনি। তার’ই প্রেক্ষিতে গত (১৪ই জুন) বুধবার বিকেলে তাদের নিজ বাসভবনে একটি শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ছেলে ও তার চাচা লতিফ শাহ সকলের সামনে ছোট ছেলে কে লোহার সাবল দিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় শাকিল কে, স্থানীয়রা রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। মারধরের শিকার হওয়ার পরেও নিজের স্বামীর বসত ভিটায় বসবাস করতে পারছেন না ছোট ছেলে কে নিয়ে। এ ঘটনায় বাধ্য হয়ে ছোট ছেলের শশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। অঅভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তিনি। আহত শাকিল আহমেদ জানান, অনেক কষ্ট করে বাবার মৃত্যুর পর নিজের মা কে নিয়ে নিজের বাড়িতে বসবাস করছিলেন, কিন্তু তার বড় ভাই মাদক ব্যবসায়ী তাছাড়াও দেশীয় অস্ত্র তার ঘরের ভিতর রয়েছে। এমন অবস্থায় আইনের সহযোগিতা ছাড়া তারা নিরুপায়। অভিযুক্ত কবির শাহ কে একাধিকবার মুঠোফোনে কল করলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি, পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।