আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

গুরুদাসপুরে নাবালিকা ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও-!

সত্যবার্তা ডেস্ক:

গুরুদাসপুরের নাজিরপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গুরুদাসপুর উপজেলা বিএনপির নেতা ফিরোজ আহমেদ (৪৮) নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের গনি মেম্বারের পুত্র ও আসকান মেম্বারের ভাই সাইফুলের মেয়ে সাদিয়া (১৬) কে নিয়ে উধাও হয়েছেন। সাদিয়া এবার মরিয়ম মেমোরি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক হয়ে একজন ছাত্রীকে নিয়ে এমন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় এলাকার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অবিলম্বে ফিরোজের অব্যহতি দাবি করেন। 

 

এ বিষয়ে মেয়ের বাবা সাইফুল ইসলাম জানান, ফিরোজের ভাই ফেরদৌস ও ফেন্সী তাকে মেয়ে ফিরিয়ে দেওয়ার কথা বলে কাউকে না জানিয়ে রাজশাহীতে যেতে বলেন। তখন সাইফুল ইসলাম মেয়েকে উদ্ধার করতে রাজশাহীতে গেলেও ফিরোজ তাকে তার মেয়ে’কে ফেরত না দিয়ে উল্টো ৩ ভাই মিলে গালাগালি ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকেন। মেয়ের বাবা সাইফুল ইসলাম নিরুপায় হয়ে আইনের সাহায্য প্রার্থনা করেন।

 

এমন একটি ন্যাককার-জনক ঘটনায় সমগ্র এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এলাকাবাসী বলেন, একজন শিক্ষক হয়ে যদি এমন কর্মকাণ্ড করে তাহলে আমাদের সন্তানেরা কিভাবে নিরাপদ থাকবে। এবং নাজিরপুর বাজারের বিভিন্ন স্থানে লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এমন অবস্থায় ফিরোজ ও তার ভাইয়েরা অপহরণকৃত মেয়েকে পরিবারের কাছে ফেরত না দিলে, মেয়ের মা নাদিরা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

গুরুদাসপুর থানায় যোগাযোগ করে আমরা মামলার এজাহারের কপি সংগ্রহ করি, এই বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল মতিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার