মোঃ তানভীর রহমান
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি :
নাটোরে গুরুদাসপুরের চলনবিলে নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ চলনবিল বিলসাতে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ নৌকাতে, নৌকার সামনে অশ্লীল পোষাকে নাচছেন, নর্তকীসহ হিজড়ারা। আর এদের সামনে নেশা জাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছে তরুণ-যুবকরা। খোঁজ নিয়ে জানা যায়, এসব নর্তকী ও হিজড়াদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এমন কর্মকাণ্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসে যুবকরা। আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। পরিবেশকর্মীরা জানান, দিনে নৃত্যের মাধ্যমে আনন্দ দিলেও রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় অনেকেই। যেকোনো সময় যৌন নিপীড়ন, নৌকাডুবি, হানাহানিসহ নানান অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এদিকে নর্তকী ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া। ঐতিহ্যবাহী এ চলনবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গুরুদাসপুর উপজেলার চলনবিল বিলসা এলাকায় এই সময়ে প্রায় প্রতিদিন নাটোর জেলাসহ অন্যান্য জেলা থেকেও শত শত মানুষ আসেন। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ভ্রমণপিয়াসী লোকজন বলেন, চলনবিলে নৌকা ভ্রমণের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বাঁশের ছই-তোলা ও শামিয়ানা টাঙানো, শ্যালোইঞ্জিন চালিত ভাসমান এসব নৌকাতে, গান-বাজনা নাচানাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।