মোঃ তানভীর রহমান
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
গুরুদাসপুরে প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবনসহ প্রাণীকূল, বৃষ্টির আশায় সকল প্রকার জীবকূল।
নাটোরের গুরুদাসপুরে প্রচন্ডে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড তাপদাহ থেকে একটু স্বস্তি পেতে পান করছেন ঠান্ডা পানি, আখের রস, ডাবের পানিসহ নানারকম পানিও। প্রচন্ড রোদ ও ভেপসা গরমে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কর্মজীবী মানুষেরা দিন যাপন করছেন চরম অস্বস্তিতে। তীব্র রোদের তাপের কারণে দিন-মুজুর রিকশা চালক ও ভ্যান চালকদের অনেকেই কাজে বের হতে পারছেন না। পেটে তাগিদে যারা বের হয়েছেন তারাও ভেপসা গরমে হাসফাস করছেন। জানা গেছে, এই উপজেলায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা গড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি উঠানামা করছে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম জানান, প্রচন্ড তাপদাহের এই সময়ে ডাইরিয়া ও হিটস্ট্রোক রুগি হাসপাতালে বেশি আসছে। ঠান্ডা স্থানে থাকা, কাজ না থাকলে বাহিরে না যাওয়া, এবং তরল খাবার বেশি করে খাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।