মোঃ তানভীর রহমান
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি :
কয়েকটি পিতলের পাত্রে ভরা ধন-দৌলত। সেগুলো পাহাড়া দিচ্ছে দুইটি বিষধর সাপ। লোভে পড়ে কেউ হাত বাড়ালে আর রক্ষা নেই। কল্পকাহিনির অনুকরণে সাজানো এই সংগ্রহশালা। তবে পাত্রে ভরা দামি জিনিস গুলো থাকলেও সাপ গুলো প্লাস্টিকের, সেটার নাম দেওয়া হয়েছে রত্নভান্ডার। এই রত্নভান্ডার ছাড়াও নানা-দূর্লভ জিনিসের সংগ্রহ রয়েছে এখানে। আছে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ধাতব মুদ্রাসহ ১৭৬ টি দেশের মুদ্রা, ১৩০ বছর আগের কাঠের খরম, ১৭০ বছর আগের ঢেকি, ১৯০ বছর আগের রূপার তৈরি মাজার বিছাসহ প্রায় দুই হাজার প্রাচীণ নিদর্শন। এসব কিছু দেখা যাবে ❝প্রিতম প্রিয়ন্তী❞ সংগ্রহশালায় আসলে। শখের বসে এমন প্রাচীণ ও দূর্লভ জিনিসের সংগ্রহশালা গড়ে তুলেছেন। নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের তালুকদার পাড়ার মহল্লার আবুল কালাম আজাদ তালুকদার। আজাদের বাড়ির একটি ঘরের ৩ টি কক্ষ জুড়ে যায়গা হয়েছে এসব সংগ্রহের। এই ঘর ছাড়াও লম্বা বারান্দায় সাজানো রয়েছে নিদর্শন গুলো। কক্ষে ঢুকতেই দেখা মিলে রত্নভান্ডারের, প্লাস্টিকের যন্ত্র দিয়ে তৈরি চিড়িয়াখানা পোকামাকড়ের ঘরবসতি, দুই টাকার নোট দিয়ে তৈরি পোষাক, কাষা, পিতল, কড়ি ঝিনুক ও হাতির দাতের তৈরি সো-পিচ দেখা যায়। বারান্দায় রয়েছে প্রাচীণ সব নিদর্শন। এসব প্রাচীণ নিদর্শন ঢাকা না থাকায় ধুলোর আস্তরণ পড়েছে অনেক নিদর্শনে। তবে কিছু নিদর্শন কাচের ফ্রেমেও রাখা রয়েছে।