আজ- বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

গুরুদাসপুরে বৃদ্ধাকে মারপিটের অভিযোগে মামলায় ৯ জন গ্রেফতার!

সত্যবার্তা ডেস্ক :

নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধাকে অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিটের অভিযোগে মামলায় নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, চলতি মাসের ২৬ অক্টোবর ৭৫ বছরেরও বেশি বয়সী এক বৃদ্ধাকে অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিট করে এলাকার উজ্জ্বলসহ ৮-১০ জন যুবক। এসময় বৃদ্ধার সঙ্গে মেয়ে জামাইয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে বৃদ্ধাকে তারা অপবাদ দেয়।
খবর পেয়ে পুলিশ জামাইসহ ওই বৃদ্ধাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ২৯০ ধারায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের কোর্টে চালান দেওয়া হয়। আদালতের বিচারক তাদের জামিনে মুক্তি দেন।
পরের দিন ২৭ অক্টোবর বৃদ্ধার আরেক মেয়ে জামাই আবুল কাসেম বাদি হয়ে প্যানেল কোডের বিভিন্ন ধারায় উজ্জলসহ আরো ১০/১২ জনের নামে গুরুদাসপুর থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর