আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা।

সত্যবার্তা ডেস্ক:

নাটোরের গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় বাজারে গতকাল রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (নাটোর) সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর দ্বয়ের নেতৃত্বে। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন করার অপরাধে। “মেসার্স ভাই ভাই” গুড় কারখানার মালিক ১| মোঃ দেলোয়ার হোসেন (৫৬) কে ১ লক্ষ টাকা জরিমানা এবং “মেসার্স আজিজ সোনার” গুড় কারখানার মালিক ২| মোঃ সুজন সোনা (২৬) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব এবং ভোক্তা অধিকার এর কর্মকর্তা জানান, ভেজাল গুড় ৯ হাজার কেজি এবং ভেজাল চিনির সিরাপ ১৮ হাজার লিটার এই অভিযানে জব্দ করা হয়। ও পরবর্তীতে জব্দ করা ভেজাল দ্রব্য স্বাক্ষীদের সামনে ধংস করা হয়। এবং জরিমানাকৃত ১ লক্ষ ২০ হাজার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার