মোঃ তানভীর রহমান
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা স্কুল এন্ড কলেজ, শ্রেণি কক্ষে বেয়াদবি করার অভিযোগ এনে অষ্টম নবম ও দশম শ্রেণির ১২ জন ছাত্র কে বেদোম বেত্রাঘাত এর অভিযোগ পাওয়া গেছে ধর্ম শিক্ষক মোঃ আব্দুর রউফ এর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্ররা ঐ শিক্ষকের বিচারের দাবিতে স্কুল মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। নবম শ্রেণির ছাত্র মোঃ মমিন, সোহাগ, তনয় সহ বেশ কয়েকজন জানায়, মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টার দিকে নতুন ভবনের ক্লাস রুমে তারা সবাই বসেছিলো। এ সময় হঠাৎ ধর্ম বিষয়ের শিক্ষক মোঃ রউফ হোসেন এসে তাদের কয়েকজন বেদোম বেত্রাঘাত করেন। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতে গুরুতর জখম হয়েছে। সরেজমিনে গিয়ে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। দশম শ্রেণির ছাত্র মোঃ রাব্বি, নবম শ্রেণির ছাত্র মোঃ নাঈম, অষ্টম শ্রেণির ছাত্র নাহিদ সহ বেশ কয়েকজন বলে, গতকাল সোমবার টেবিল ভাঙচুর করার মিথ্যা অভিযোগে তুলে তাদেরকেউ ঐ শিক্ষক মারপিট করেছিলেন । বিভিন্ন সময় ক্লাসরুমে খারাপ ভাষা ব্যবহার করেন তিনি। শিক্ষক মোঃ আব্দুর রউফ মাঝে মধ্যে বিভিন্ন সময় ক্লাসের ছাত্রদের মারপিট করে থাকেন। প্রতিবাদ করলেই বেশি মারপিট করা হয়। যেকোনো বিষয়ে ঐ শিক্ষক ক্ষিপ্ত হয়ে ছাত্রদের মারপিট করা হয় বলে জানান আহত ছাত্রদের অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফ বলেন সপ্তম শ্রেণির ছাত্রদের রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ পান ঐ ছাত্রদের বিরুদ্ধে। ক্লাসরুমে গিয়ে সত্যতা পাওয়াই তাদের শাসন করেছেন মাত্র। কাছিকাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।