সত্যবার্তা ডেস্কঃ
নির্বাচনে দায়িত্ব পালন কালে দুর্বৃত্তদের হাতে নিহত রাজবাড়ি জেলার আরকান্দি উপজেলার গ্রাম পুলিশ রনজিতের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার বেলা ১২ টায় নাটোরের সিংড়ায় প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সিংড়া উপজেলা গ্রাম পুলিশ কর্মচারি সমিতি।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা গ্রাম পুলিশ কর্মচারি সমিতির সভাপতি আমির হোসেন। বক্তব্য রাখেন নাটোর জেলা গ্রাম পুলিশ কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিংড়া উপজেলার সাধারণ সম্পাদক আশকান আলী, গ্রাম পুলিশ হাবিবুর রহমান, বীরেন্দ্রনাথ প্রমূখ।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ৫ জানুয়ারি নির্বাচনের কেন্দ্র পাহারার দায়িত্ব পালন কালে দৃর্বৃত্তদের হাতে গ্রাম পুলিশ রনজিত এর মৃত্যু হয়।