সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আলিফ বিন রেজা
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউপির কালিনগর পশ্চিমপাড়া থেকে চলন বিলের মাঝে প্রায় ৪ কিলোমিটার নতুন মাটির রাস্তার কাজ শুরু হওয়ায় প্রাণ ফিরে এসেছে এলাকার মানুষের জীবনযাত্রায়।
কলম ইউনিয়নের কালিনগর, নাছিয়ারকান্দি,শান্তনগর, দেবতপুর নুরপুর,কৃষ্টপুর গ্রামের অধিকাংশ মানুষের চলন বিলের ফসল আনা নেওয়ার একমাত্র এটাই রাস্তা। রাস্তা না থাকায় এই গ্রামে কোন গাড়ী চলাচল করতোনা, তারা অধিকাংশ সময় পায়ে হেটে বাজারে যেতেন এবং মাথায় বহন করে কৃষি পণ্য বাজারে নিয়ে যেতেন। এই রাস্তা করায় মোটরসাইকেল,মহিষের গাড়ি, ভ্যানগাড়ি সহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। এখন সহজে মালামাল আনা-নেয়া করা যাবে।
এতে করে কৃষকদের বাজারজাত কিংবা কৃষি পণ্য সহজে বিভিন্ন স্থানে পাঠানো সহজ হবে।
এলাকাবাসী জানান, আমাদের এই গ্রামের বের হওয়ার রাস্তা না থাকায় চলাচল করা খুবই অসুবিধা হতো,রোগী নিয়ে যেতে পারতাম না।মালামাল নিয়ে যেতে পারতাম না।নতুন রাস্তা হওয়ায় অত্র এলাকার জীবনযাত্রায় নতুনত্ব এসেছে।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু জানান,মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক- এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার খালের ধার দিয়ে নতুন রাস্তা হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।