সত্য বার্তা ডেস্ক :
নাটোরের লালপুর থানাধীন উত্তর বাঁশবাড়িয়া এলাকায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার সময় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। এই সময় অভিনব কায়দায় চানাচুর বিক্রির ড্রামে করে বহনকালে পাঁচ কেজি গাঁজাসহ আসামী মোঃ জুমাত ঘোষ @ জুলমত (৩২), পিতা- মোঃ জিয়া ঘোষ, সাং- উত্তর লালপুর (মর্ডান প্রাইমারী স্কুলের পাশে) থানা- লালপুর, জেলা- নাটোর কে গ্রেফতার করে।
আসামী মোঃ জুমাত ঘোষ @ জুলমত (৩২), কে র্যাব আটক এরপর জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, জব্দকৃত আলামত গাঁজার মূল মালিক হলো ১| মোঃ আলমগীর প্রামানিক (৪৫), পিতা- মোঃ সোনাউল্লাহ প্রামানিক, সাং- ঈশ্বরপাড়া (পূর্বপাড়া), ও ২| মোঃ হায়দার আলী (৪৮), পিতা- জাফর আলী, সাং- গোসাইপুর এবং ৩| মোঃ রাজু প্রামানিক (২৪), পিতা- মোঃ আলমগীর প্রামানিক, সাং- ঈশ্বরপাড়া (পূর্বপাড়া), সর্ব থানা- লালপুর, জেলা- নাটোর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ জুমাত ঘোষ @ জুলমত এর দেওয়া তথ্য মতে জব্দকৃত গাঁজার মূলহোতা মোঃ আলমগীর প্রামানিক কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এবং অপর দুই আসামী মোঃ হায়দার আলী ও মোঃ রাজু প্রামানিক পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।