সত্যবার্তা ডেস্কঃ
চার দফা দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যার্টস শিক্ষার্থীরা। সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ম্যাটসহ ডিপ্লোমা কোর্সের ছাত্র-ছাত্রীরা। এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করেন।
দাবিসমূহ এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন নামক স্বতন্ত্র বোর্ড গঠন দাবি জানান। বঙ্গবন্ধু পঞ্চম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা ব্যবস্থা, ইন্টার্নীশিপ বহাল, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগের দাবি করেন তারা। এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মিজানুর রহমান,ডাঃ ইশতিয়াক আহমেদ,ডাঃ খুশি আক্তার,ডাঃ তারেকসহ প্রমূখ। এই আন্দোলনকে নাটোর জেলা বি ডি এম এ এবং বি ডি এম পি পিএ সমর্থন জানিয়েছে।