আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ছাত্রলীগ নেতা জীবন হত্যার ঘটনায় চেয়ারম্যান আসাদকে আ’লীগ থেকে বহিস্কার করা হয়েছে

সত্যবার্তা ডেস্ক:

নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন হত্যার ঘটনায়, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে আ’লীগের সকল পদ থেকে বহিস্কার করেছে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। তিনি উপজেলা আ’লীগের ১ নং সদস্য ছিলেন, এছাড়া জীবন হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। শনিবার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’তে ওই ঘোষণা দেয়া হয়।

 

উপজেলা আ’লীগের প্যাডে ওই ঘোষনায় বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক জামিউল আলিম জীবন ও তার পিতা’কে আপনি ও আপনার সন্ত্রাসী দাতাগণ মিলে গুরুতর রক্তাক্ত জখম করেন। যার ফলশ্রুতিতে জীবন রাজশাহী মেডিকেল হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৩ সেপ্টেম্বর শুক্রবার ১ টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। যেহেতু আপনি নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান এবং নলডাঙ্গা উপজেলা আ’লীগের ১ নম্বর সদস্য হিসাবে দায়িত্বরত ছিলেন এহেন দায়িত্বপূর্ণ পদে থেকে হত্যার মত জঘন্য অপরাধ সংগঠিত করেছেন। যা বাংলাদেশ আ’লীগের দলীয় গঠণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। অতএব ২৪ সেপ্টেম্বর থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় আপনাকে নলডাঙ্গা উপজেলা আ’লীগসহ বাংলাদেশ আ”লীগের সকল শাখার প্রাথমিক সদস্য পদ হতে অব্যহতি/বহিস্কার করা হলো। পরবর্তি কার্যক্রমের জন্য ওই বহিস্কার পত্রের অনুলিপি বাংলাদেশ, আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নাটোর জেলা,আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার