আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের অভিযোগ !

সত্যবার্তা ডেস্ক :
বড়াইগ্রামের মশিন্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে কৃষক বেলাল উদ্দিন মন্ডল খুনের জের ধরে এক মুক্তিযোদ্ধার বাড়ির তালা ভেঙ্গে মালামাল লুটের অভিযোগ উঠেছে। এর আগেও এক আসামীর মুদি দোকান ও কমপক্ষে ৩০টি বাড়ি ভাংচুরসহ কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। বাদীপক্ষের লোকজন এসব লুটপাট করছে বলে দাবি আসামী পক্ষের। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের ছেলে জিল্লুর রহমানের বাড়ির তালা ভেঙ্গে লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় তারা সোয়া তিন ভরি সোনার গহনা, একটি ফ্রিজ, দুটি টিভি, সাতটি ফ্যান, একটি কম্পিউটার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, পানির মোটর, গ্যাস সিলিন্ডার ও চুলা লেপ-কম্বলসহ শোকেস ও বাক্স ভেঙ্গে জমির দলিল-দস্তাবেজ ও বিভিন্ন গৃহস্থালী সামগ্রী লুটে নেয়। এর আগে আটক আসামী নিপ্পনের মশিন্দা বাজারের মুদি দোকান থেকে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।
এছাড়াও বিভিন্ন আসামী ও তাদের স্বজনদের কৃষি আবাদে সেচ ও পরিচর্যায় বাধা দেয়ায় শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানা গেছে। বাদীপক্ষের লোকজনই এসব লুটপাটসহ কৃষিকাজে বাধা দিচ্ছে বলে দাবি আসামী পক্ষের।
উল্ল্যখ্য এ সকল কারন বশত ও জমি সংক্রান্ত বিরোধেঃ গত ১৩ ডিসেম্বর বেলাল উদ্দিন খুন হয়। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
লুটপাটের শিকার বাড়ির মালিক জিল্লুর রহমান মোবাইলে জানান, এ হত্যাকান্ডের পর থেকেই পুরুষরাতো বটেই, অনেক বাড়িতেই মহিলারাও থাকছে না। আমার বাড়িও ফাঁকা থাকায় বাদীপক্ষের লোকজন রাতের আঁধারে তালা ভেঙ্গে আমার বাড়ির সব মালামাল লুটে নিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাদী পক্ষের নেতৃত্বে থাকা মিঠু সরকার জানান, এসব ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে এ ধরণের ঘটনার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার