সত্যবার্তা ডেস্ক:
নাটোরে আজ থেকে শুরু হয়েছে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অদ্য সকালে নাটোর শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফরহাদ হোসেন, ক্রিকেট কোচ মোস্তাফিজুর রহমান টুলু সহ অন্যান্যেরা।
এবারের জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় নাটোর শহরের মোট চারটি স্কুল অংশ গ্রহন করছে। স্কুলগুলো হচ্ছে, নাটোর সরকারী বালক বিদ্যালয়, মহারাজা জেএন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এবং গ্রীণ একাডেমি।