সত্যবার্তা ডেস্ক :
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গত( ২৬-০৪-২০২২ )খ্রিষ্টাব্দ জেলা পুলিশ, নাটোরের উদ্যোগে পুলিশ লাইন্স, নাটোরের ড্রিল শেডে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, নাটোর।
জেলা পুলিশ, নাটোরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, নাটোর, জেলা ও দায়রা জজ, নাটোর, পুলিশ সুপার, পিবিআই, নাটোর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নাটোর, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পর্যায়ে সরকারি উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, পথশিশু, এতিম, জেলা পুলিশ, নাটোরের সদস্যগণ উপস্থিত ছিলেন।
একই দিনে একই মেনুতে একযোগে জেলা পুলিশের অন্যান্য সকল ইউনিটে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।