আজ- সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ট্রেনের লাইন পার হতে গিয়ে পা হারালেন শিমুল নামের এক যুবক!

মোছাঃ তৃষ্ণা খাতুন:

নাটোর সদর উপজেলা প্রতিনিধি:

 

নাটোরে ট্রেনে কাটা পড়ে মোঃ শিমুল আলি (১৮)নামে এক যুবকের শরীর থেকে দু’টি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে আশংকা জনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নাটোর রেলওয়ে প্লাটফরম এলাকায় একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবক মোঃ শিমুল আলি নাটোর সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের ফরিদ আলীর ছেলে ।। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, শিমুল ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রি ছিলেন। ট্রেনটি বিকেল সাড়ে ৪ টার দিকে নাটোর স্টেশন প্লাটফরমে ধীরগতিতে ঢোকার মুহুর্তে ওই যুবক প্লাটফরমে নামতে গিয়ে পড়ে যান। এসময় তার দু’পা ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত ট্রেনের নিচে থেকে উদ্ধার করে। এবং নাটোর ফায়ার স্টেশন কর্মীদের খবর দেয়, ঘটনাস্থল থেকে আহত যুবককে ফায়ার স্টেশনের কর্মীগণ শিমুল কে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় তারা সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়, অনেক চেষ্টা করেও তার রক্ত বন্ধ করতে পারছিল না। রাতেই শিমুলকে ঢাকা প্রেরণ করা হয়। বর্তমানে তার জীবন আশংকা জনক। নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের এসআই আবু তালেব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয়রা দেহ থেকে বিচ্ছিন্ন পা সহ আহত যুবককে ট্রেনের নিচ থেকে উদ্ধার করে প্লাটফরমে তুলে রেখেছেন। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। রেলওয়ে স্টেশন মাষ্টার রেজাউল করিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ফায়ার স্টেশনকে জানালে ফায়ার স্টেশন কর্মীরা এসে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার জন্য প্রায় ১০ মিনিট বিলম্বে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর