আজ- শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ঠাকুর লক্ষীকোল গ্রামে লিপনের বাড়িতে আগুন!

সত্যবার্তা ডেস্ক :

 

ঠাকুর লক্ষীকোল গ্রামে আজ দুপুরে রান্না ঘরথেকে লিপনের বাড়িতে আগুন। রান্না ঘর থেকে লাগা আগুনে পুড়ে গেল নগদ টাকা সহ চাতালজাত কৃত কৃষি ফসল সহ নানা ধরনের আসবাবপত্র । সবচেয়ে কষ্টের ব্যাপার হলো লিপনের দেড় বছর বয়সী একটা অসুস্থ সন্তান আছে। তার চিকিৎসার জন্য তিনি তিন লক্ষ টাকা ধার ঋণ করে যোগাড় করে ছিলেন। কিভাবে একটা পরিবারের স্বপ্ন শেষ হয়ে যায় তা আজ নিজ চোখে দেখলাম আগুন লাগা রিপনের বাড়িতে। এবিষয়ে লিপনের সাথে কথা বলতে চাই লে তিনি বলেন আমি এখন অসুস্থ বোধ করছি এখন আমি কোন মন্তব্য করতে পারবো না।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ এমদাদুল হক জানান আগুনের সূত্র পাত রান্না ঘর থেকে। রান্না শেষে সচেতনতার অভাবে বাড়িতে আগুন লাগে বলে তিনি ধারনা করেন। এ বিষয়ে আরোও জানতে চাইলে এলাকাবাসী জানান হঠাৎ করে লিপনের রান্না ঘর থেকে আগুন ও ধোঁয়া ছাড়তে থাকে, তারপর প্রতিবেশীসহ এলাকা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নাটোর নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসে এবং সকাল কিছু পরিদর্শন করেন । এবং লিপনের পরিবারকে সান্ত্বনা দেন। যাই হোক একটু অসাবধানতার জন্য নিমিষেই একটি পরিবার ধ্বংস হয়ে যায় তা দেখলো এলাকা বাসী সহ উপস্থিত ব্যক্তিরা।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর