সত্যবার্তা ডেস্ক :
সিংড়ার চলনবিলে গোলাম মোস্তফা নামের এক কৃষকের বাড়িতে গভীর রাতে ঢুকে দস্যুতার সময় আটক হয়ে ২ ডাকাত কে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বড় আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফার বাড়ির ছাদে উঠে সিড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পরে দুই অপরিচিত লোক। পরে পরিবারের লোকজন কে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সোনাদানা ও নগদ টাকা-পয়সা লুট করে চলে যায়। বিষয়টি জানতে পেরে তাদের পিছু নেন স্থানীয় এলাকাবাসী।
এক পর্যায়ে পাশবর্তী মাধা বাঁশবাড়িয়া গ্রামের জনৈক শাহীন আলীর বাড়ি থেকে তাদের কে হাতে-নাতে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। আটককৃতরা হল পাবনা জেলার বেড়া বনগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে পলাশ ওরফে আকাশ (৩০) ও মতিঝিল মালিবাগের আবুল হোসেনের ছেলে আলম হোসেন (২৯)।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় গৃহে দস্যুতার মামলা দায়ের করেছেন কৃষক গোলাম মোস্তফা। তাছাড়া আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।