আজ- রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ডিজিটাল নিরাপত্তা আইন এর মামলায় নাটোরে সাংবাদিক জেল হাজতে

মোছাঃ তৃষ্ণা খাতুন,

নাটোর সদর উপজেলা প্রতিনিধি:

 

 

নাটোরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর এর সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম’কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে মহামান্য আদালত। মামলার অপর অভিযুক্ত সাংবাদিক নাজমুল হাসান নাহিদকেও আটকের জন্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ বিচার কার্যক্রম চলাকালীন সময়ে আইনজীবীদের বসার আসনের পেছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন এমন একটি ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও নাজমুল হাসান নাহিদ। সেখানে নাসিম লিখেন “ নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে”। একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও তিনি শেয়ারের সময় উল্লেখ করেন। ভিডিওটি আদালতের নজরে আসলে আদালত বাংলাদেশ প্রতিদিন ও নিউজ চ্যানেল ২৪ এর নাটোর জেলা প্রতিনিধি সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ও গুরুদাসপুর উপজেলার করতোয়া প্রতিনিধি ও চলনবিল আইপি টিভির ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন “২০১৮” মামলা দায়ের করা হয়। একই আদালতের পেশকার আল আমিন ভুইয়াঁ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় নাটোর থানা পুলিশের একটি টিম সাংবাদিক নাসিমকে তার নাটোর শহরের বাসা থেকে গ্রেফতার করে। শনিবার বিকেল ৫ টার দিকে সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে নাটোর থানা হাজত থেকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে সাংবাদিক নাসিম এর আইনজীবী মুক্তার হোসেন তার জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান সাংবাদিক নাসিমকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে আটকের জন্য এ সময় আদালতের বিচারক গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার