সত্য বার্তা ডেস্ক :
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে নরসিংদী জেলার শিবপুর থানার চাঞ্চল্যকর মামলার দুর্ধর্ষ ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। সোমবার (৩১ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া ইউনিয়নের দেবখন্ড গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আব্দুল ওদুদ@স্বপন সিরাজগঞ্জ জেলার বেলকুচি চন্দনগাতী এলাকার একজন রড ও সিমেন্ট ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম থেকে রড কিনে এনে খুচরা বিক্রয় করত। গত ২৩/০৫/২০২৩ ইং তারিখে ১৩,৭৪,০০০/- (তের লক্ষ চুয়াত্তর হাজার) টাকা রড কিনার জন্য জিপিএইচ ইস্পাত লিঃ চট্টগ্রাম কোম্পানিকে টাকা প্রেরণ করে। ২৪/০৫/২০২৩ ইং তারিখে উক্ত রড বেলকুচিতে পৌঁছানোর কথা থাকলেও মেঘনা ব্রীজ পার হলে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে যায়। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাক এসে পৌঁছাতে পারেনা। পরবর্তীতে ২৬/০৫/২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময় সেলস অফিসার ব্যবসায়ীকে জানায় অজ্ঞাতনামা প্রাইভেটকারে করে ১৪/১৫ জন ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত টাঙ্গাইল বাইপাস মোড়ের আধা কিঃমিঃ পশ্চিমে ফাঁকা জায়গায় ২৫/০৫/২০২৩ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক দেড়টার সময় ট্রাক থামিয়ে ড্রাইভার এবং হেলপার কে জিম্মি করে হাত ও চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়।
একই দিন ভোর আনুমানিক ৫ টার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন আকিজ ভিসারী নামক ফ্যাক্টরীর সংলগ্ন রাস্তার পাশে তাদের ফেলে রেখে যায়। এবং ট্রাক ভর্তি রড ডাকাতরা কোথায় নিয়ে গেছে তা তাঁরা জানেনা বলে জানান। পরবর্তী উক্ত রড নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় বিক্রি করতে গিয়ে কয়েকজন পুলিশের হাতে আটক হয়। এই ঘটনার পর ডাকাতির মূলহোতা মোঃ মাহালম (৩৫), পিতা- আনোয়ার হোসেন@আনার, সাং- গদাইরচর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, তিনি আত্মগোপনে চলে যায়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এবং ছায়াতদন্ত চালিয়ে আসছিল। পরবর্তী র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সনজয় কুমার সরকার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দার মোঃ মাহালম কে বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।