সত্যবার্তা ডেস্ক :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর-০২(নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এমপি শিমুল শোক বার্তায় এমপি শিমুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।