সত্যবার্তা ডেস্ক:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর শহরে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে আলোকিত নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মোঃ মজিবর রহমান কে পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে এবং পৌর টোলের ইজারাদার এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭-০৫-২০২২ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১১ ঘটিকায় তাড়াশ শ্রমিক অফিসের সামনে একটি চাঁদাবাজি চক্র পৌর টোলের নামে দীর্ঘদিন থেকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে আসছে। উক্ত চাঁদাবাজির ঘটনা টি মোবাইলে ধারণ করে তাড়াশ পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয় টি অবগত করলে, চাঁদাবাজরা ক্ষিপ্ত হয় এবং সাংবাদিক মজিবুর রহমান এর পথরোধ করে মোঃ ইয়ার আলী ও মোঃ সবুজ মিয়া মাথায় পিস্তল ঠেকিয়ে সোহাগের দোকানের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পৌর টোলের ইজারাদার মোঃ মাসুদ প্রামানিক ও তার চাচা আবদুল মান্নান এর যোগসাজশে সাংবাদিক মজিবুর রহমান কে হত্যার উদ্দেশ্য পিস্তল দিয়ে নাকে মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় মেরে গুরুতর আহত করলে নিজের জীবন বাঁচাতে সাংবাদিক মজিবুর রহমান আত্মচিৎকার করলে গ্রামবাসী লাইট নিয়ে বের হলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী মোছাঃ লুৎফা বেগম, মোছাঃ পপি বেগম, মোঃ শরিফ আলী, মোঃ সোহাগ, মোঃ রউফ সহ আরও অনেকেই বলেন। মধ্যে রাতে আমরা চিৎকারের শব্দ শুনে বের হয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মজিবুর রহমান দিঘিসগুনার ব্রীজের নিচে ইসলামের পুকুর পারে পরে আছে। দ্রুত তাড়াশ থানাকে জানালে থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং সেখান থেকে একটি নোকিয়া মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করে মজিবুর রহমান কে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে সাংবাদিক মজিবুর রহমানের স্ত্রী মোছাঃ হোসনেআরা বেগম তাড়াশ সদর হাসপাতালে ছুটে এসে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রবিবার ২৯-০৫-২০২২ ইং তারিখে মজিবুর রহমানের স্ত্রী হোসনেআরা বেগম নিজে বাদী হয়ে তাড়াশ থানায় ০৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- ১| মোঃ মাসুদ প্রাং (২৮) পিতা- মোঃ জিল্লুর রহমান, সাং- তাড়াশ উত্তর পাড়া, ২| মোঃ আব্দুল মান্নান (৫০) পিতা- মৃত মমতাজ আলী প্রামানিক, সাং- তাড়াশ উত্তর পাড়া, ৩| মোঃ খাদিমুল ইসলাম (৫০) পিতা- মৃত মংলা প্রামানিক, সাং- তাড়াশ নতুন পাড়া, ৪| মোঃ ইয়ার আলী (৪০) পিতা- মৃত আবু জাফর আলী, সাং- তাড়াশ দক্ষিণপাড়া, ৫| মোঃ মুর্শিদ আলী (৩৬) পিতা- মোঃ খাদেমুল ইসলাম, সাং- তাড়াশ নতুন পাড়া, ৬| মোঃ সবুজ মিয়া (২২) পিতা- মোঃ সোহরাব আলী, সাং- তাড়াশ দক্ষিণপাড়া, ৭| মোঃ মেহেদী হাসান (১৯) পিতা- মোঃ জিল্লুর রহমান, সাং- তাড়াশ উত্তর পাড়া, ৮| মোঃ আশরাফুল ইসলাম (৩৪) পিতা- অজ্ঞাত, ৯| মোঃ সাহেদ আলী (৪৪) পিতা- অজ্ঞাত। সর্ব ডাকঘর ও উপজেলা তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ সহ অজ্ঞাত আরো ৪/৫ জন।