ক্রীড়া প্রতিনিধি: এস.এম শাহপরান শুভ:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশ।ক্রাইস্টচার্চে আজ মুখোমুখি হয় বাংলাদেশ বনাম পাকিস্তান।প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলীয় অধিনায়ক সাকিব আল হাসান।শুরুতে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করতে না পারলে দলের হাল ধরেন লিটন কুমার দাস ও সাকিব আল হাসান।লিটন কুমার দাসের ৬৯ এবং সাকিব আল হাসানের ৬৮ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৩ রান।পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে পাকিস্তান।অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে তোলে ১০১ রান।এতে করে পাকিস্তানের জয়ের লক্ষ্য আরো সহজ হয়ে যায়।শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পাকিস্তান।মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৬৯ রান করেন।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন হাসান মাহমুদ।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১৭৩/৬(২০) পাকিস্তান ১৭৭/৩(১৯.৫)