আজ- রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

দশ দফা দাবিতে নাটোরেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি

সত্যবার্তা ডেস্ক:

 

আজকে নাটোরে বিএনপির মিছিলে সাবেক এমপি এ্যাড রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে সমাবেশ হয়, এবং চাকুরিচ্যুত পুলিশ বাহিনীর সদস্যদেরকে পুনরায় চাকুরি ফিরিয়ে দেওয়া ও বহাল রাখার কথা বলেন তিনি। দশ দফা দাবিতে সারা দেশের মতো নাটোরেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি। সকালে শহরের আলাইপুর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
এসময় মিছিলটি প্রধান সড়ক ধরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমপ্তি করে।
সমাবেশে বক্তব্য দেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ সহ বিএনপির নেতৃবৃন্দ।
উক্তসময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না। বর্তমান সরকারের অধীনেও বিএনপি নির্বাচনে যাবে না। আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে সড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচেন দিতে বাধ্য করা হবে।
দুলু আরও বলেন পুলিশ সদস্যদের উদ্দ্যোশে,পুলিশ বাহিনীর ভাইয়েরা আপনারা জনগনের পক্ষে থাকুন। এবং সেইসাথে যে সব পুলিশ সদস্যকে সরকার চাকরিচুত্য করছে বিএনপি ক্ষমতায় গেলে তাদের পুনরায় বহালের নির্দেশনা দেন।

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর