সত্যবার্তা ডেস্ক:
দিনাজপুর জেলার বিরল থানার ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার ২১ অক্টোবর রাত আনুমানিক ৮ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সিপিসি-২ র্যাব-১ উত্তরা এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানাধীন জিরানী বাজারের গোয়ালবাড়ি এলাকা থেকে নাটোর সিপিসি-২ র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার আসামী মোঃ আরিফুল ইসলাম (২৫) পিতা- মোঃ মহসীন আলী, সাং- নিজামপুর, থানা- বিরল, জেলা- দিনাজপুর কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, আসামী মোঃ আরিফুল ইসলাম এর বাড়ি এবং ভিকটিম এর বাড়ি একই গ্রামে হওয়ায় আরিফুল ইসলাম ভিকটিম কে প্রেমের প্রস্তাব দিত একটি সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসামী মোঃ আরিফুল ইসলাম ভিকটিমকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ঘোরাঘুরি এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। ঘটনার দিন ০৯/০৭/২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ১০ টার সময় ভিকটিম এর বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে আরিফুল ভিকটিম এর ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার বাবা মাকে বিষয়টি জানালে ভিকটিমের পরিবার আরিফুল ইসলামের পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের কে মারধর করে বাড়ি থেকে বিদায় করে দেয়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।