সত্য বার্তা ডেস্ক:
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় দুইদিন ব্যাপি শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ-উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টার সময় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক বাংলো প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুকুর, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস প্রমুখ।
এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ টি ষ্টল অংশ গ্রহন করেছে বলে জানা যায়।