নিজেস্ব প্রতিবেদক,
রাজশাহীতে জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়িয়ে সমাবেশ করেছে বিএনপি। এ সময় আসরের আজান হলেও বিরতিহীনভাবে চলে সমাবেশ। নামাজের সময়ও মাইক বন্ধ করেননি দলটির নেতারা।
গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে এমনটা করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া দলের কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ায় সমাবেশে আসা লোকজন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে তারা। পরে পুলিশের ধাওয়া খেয়ে সংঘর্ষে জড়ানো বিএনপি কর্মীরা সমাবেশস্থল থেকে পালিয়ে যায়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান এবং বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের নেতা ইশরাক হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে আগেও লড়াই করেছিলাম। আবারো লড়াই করব। এবার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব।
বৃহস্পতিবার বেলা ৩টায় শুরু হয়ে ৬টা পর্যন্ত চলে এ সমাবেশ। এরই মধ্যে আসরের আজান দিলেও মাইক বন্ধ করা হয়নি। নামাজের সময়ও বক্তৃতা দিতে থাকেন বিএনপি নেতারা। তাদের সামনেই
সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশও তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিএনপি নেতাদের এমন কাণ্ডে তীব্র সমালোচনা শুরু হয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাঝে। বীর মুক্তিযোদ্ধারাও জানিয়েছেন প্রতিবাদ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, বিএনপির সমাবেশের সময় আমি মসজিদে আসরের নামাজ পড়ছিলাম। নামাজে ডিস্টার্ব হয়েছে মুসল্লিদের। আন্দোলনের নামে বিএনপি ইসলামকেও ডুবাচ্ছে। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল বলেন, ভাড়া করে লোকজন জড়ো করে সমাবেশে করেছে বিএনপি। তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। শহীদ মিনারে জুতা পায়ে উঠে এবং নামাজের সময় বক্তৃতা দিয়ে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বিএনপি নেতারা।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু কোনো মন্তব্য করতে রাজি হননি। দলটির মহানগর কমিটির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলও কোনো মন্তব্য না করে স্থানীয় আরেক বিএনপি নেতা নজরুল হুদার সঙ্গে কথা বলতে বলেন। পরে নজরুল হুদার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে পাওয়া যায়নি তার বক্তব্য।