বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি:
মোঃ আনিসুর রহমান:
সারাদেশের মতো নানা আয়োজনে বাগাতিপাড়া ০৪ নং দয়ারামপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সন্ধায় দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ পাটি অফিসে কেক কাটা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুর ইসলাম মিঠু। এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবং সভাপতিত্ব করেন, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম সরকার।