আজ- শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Shotto Barta Logo

শিরোনাম

ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

সত্যবার্তা ডেস্ক

নাটোর সিপিসি-২ র‍্যাব-৫ এর অভিযানে অদ্য ১৮ জুলাই ২০২২ ইং তারিখ ১৫:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন হাফরাস্তা এলাকা থেকে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। নাটোর জেলার সদর থানার মামলা নং-২২ তারিখ- ০৯/০৭/২০২২ ইং ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৭/৯(১)/৩০ এর এজাহার নামীয় প্রধান পলাতক আসামী ১| মোঃ জাকির হোসেন (৩৭) পিতা- মোঃ রহমত উল্লাহ, সাং- হাফরাস্তা (উত্তর বড়গাছা) থানা ও জেলা নাটোর’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গত ০৮/০৭/২০২২ ইং তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় নিজ বাড়ীতে ফেরার পথে মামলার প্রধান আসামী ১| মোঃ জাকির হোসেন (৩৭) সহ অজ্ঞাতনামা আরও তিনজন আসামীসহ মোট চারজন মামলার বাদিনী’কে  হাত ধরে টেনে হিচড়ে জোরপূর্বক অপহরণ করে একটি অটো গাড়িতে করে উত্তর বড়গাছা বিলের মধ্যে একটি পাট ক্ষেতে নিয়ে আসামীগণ ভিকটিমের চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারপিট করে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের আত্ম-চিৎকারে আশপাশের লোক আসলে আসামীগণ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নাটোর সদর থানায় আটককৃত ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরো তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলার দায়ের করেন।

 

শেয়ার করুন :

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই রকম আরোও খবর

সাক্ষাৎকার