সত্যবার্তা ডেস্ক :
অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা, নাটোর এর দিকনির্দেশনায় নলডাঙ্গা থানার টিম অভিযান কালে ইং ০৮/১১/২০২২ তারিখ রাত্রি ০১.১৫ ঘটিকায় নলডাঙ্গা থানাধীন ০২নং মাধনগর ইউনিয়নের পশ্চিম মাধনগর ঘোনপাড়া গ্রামস্থ আসামী মোঃ রহিদুল মন্ডল (২৮) শ্বশুড়-মোঃ আব্দুল জব্বার প্রাং (৬০) এর টিনের তৈরী বসতঘরের বারান্দার খুটির উপর হইতে ৩০ ( ত্রিশ) গ্রাম গাঁজা সহ আসামি ১) মোঃ রহিদুল মন্ডল (২৮) পিতা-মোঃ আমানীয়া মন্ডল, সাং- হামিরকুসা, থানা-বাগমারা, জেলা-রাজশাহী ।
বর্তমান ঠিকানা-শ্বশুর- মোঃ আব্দুল জব্বার প্রাং (৬০) পিতা- মৃত বনাই প্রাং, সাং- পশ্চিম মাধনগর (ঘোনপাড়া), থানা- নলডাঙ্গা, জেলা- নাটোরকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৬ তাং-০৮-১১-২০২২ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৯ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।