সত্যবার্তা ডেস্ক :
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল পর্বপাড়া গ্রামে গলায় রশি পেঁচিয়ে, লাকি বেগম (৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ঐ গ্রামের আলতাব হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আলতাব হোসেন দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকেই পরিবারে বিভিন্ন ধরনের কলহ লেগে থাকে। সর্বশেষ গতকাল সকালে আলতাব হোসেন এর দ্বিতীয় স্ত্রী বাড়িতে এসে প্রথম স্ত্রীকে মারধর করে। এই ঘটনা কে কেন্দ্র করে রাতে বাড়ীর পাশের গলিতে গলায় রশি পেঁচিয়ে লাকি বেগম আত্মহত্যা করে।
এ নিয়ে মৃত লাকী (৩০) বেগমের পিতা মোঃ সাহাদ আলী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। এবং মৌখিক বক্তব্যে তিনি বলেন আমার মেয়ে আত্নহত্যা করার মেয়ে নয় তাকে হয় হত্যা করা হয়েছে না হলে আত্নহত্যা করতে বাধ্য করা হয়েছে।
এই বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গতকাল রাতেই খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠাই। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।